বাজারে প্রবেশ সুবিধা বাড়াতে উইমেন ওউনড বিজনেস (ডাব্লিউওবি) এনহেন্সড ভেরিফিকেশন

Source: WEConnect

উইকানেক্ট ইন্টারন্যাশনালের ডাব্লিউওবি এনহেন্সড ভেরিফিকেশন বর্ধিষ্ণু নারী-মালিকানাধীন ব্যবসায়সমূহের তাদের ব্যবসাকে নারী-মালিকানাধীন উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশের এবং বাংলাদেশে নারী উদ্যোক্তাদের থেকে পণ্য ও সেবা ক্রয়ে আগ্রহী কর্পোরেশনসমূহের সাথে তাদের বিটুবি সুযোগ বৃদ্ধির জন্যে তৈরি একটি টুল।

আপনিও হোন বাংলাদেশে ডাব্লিউওবি এনহেন্সড ভেরিফিকেশন এর সুবিধা লাভ করা প্রথম নারী উদ্যোক্তাদের একজন। নিচে রইল অন্যতম কিছু সুবিধাঃ

সুবিধাসমূহমূল্য
ডাব্লিউওবি এনহেন্সড ভেরিফিকেশনFree
উইকানেক্ট ইন্টারন্যাশনাল সনদ (যখন প্রযোজ্য*)২৫০ ইউএস ডলার, প্রথম ৫ জন আবেদনকারীর জন্য
আপনার ব্যবসা প্রতিষ্ঠান প্রকল্পের ফেসবুক পেজে ফিচার অন্তর্ভুক্ত
কর্পোরেট সহযোগীদের সঙ্গে ইমেইল যোগাযোগ অন্তর্ভুক্ত
উইমেন ওউনড বিজনেস রেজিস্ট্রিতে প্রতিষ্ঠানের লোগো/পণ্যের ছবিসহ সবার উপরে স্থান অন্তর্ভুক্ত
২০২০ সম্মেলন ও বাণিজ্য মেলার মিট-দা-বায়ার সেশনে** নিশ্চিত স্থান 2020 Conference & Business Fair অন্তর্ভুক্ত
২০২০ সম্মেলন ও বাণিজ্য মেলায় নিশ্চিত বুথ অন্তর্ভুক্ত
উইকানেক্ট ইন্টারন্যাশনাল উইকমিউনিটিতে প্রবেশাধিকার এবং স্ব-নিবন্ধন সুবিধা অন্তর্ভুক্ত

*২০২০ সালে উইকানেক্ট ইন্টারন্যাশনাল নারী উদ্যোক্তা, যারা তাদের ব্যবসায়ের ৫১% বা তার বেশি অংশের মালিক, পরিচালক ও নিয়ন্ত্রক, তাদের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রদান করবে। উইমেন্স বিজনেস এন্টারপ্রাইজ সনদ বিশ্বের ৪৫টি দেশ ও বিশ্বের বৃহত্তম ৯৭টি বহুজাতিক কর্পোরেশন কর্তৃক স্বীকৃত।

** এই সেশন আপনাকে সুযোগ দেবে বাংলাদেশের বৃহত্তম কোম্পানীগুলোর প্রকিউরমেন্ট প্রতিনিধিদের সাথে সাক্ষাতের। ছোট গ্রুপ আবহে আপনি আপনার ব্যবসা উপস্থাপন করতে পারবেন এবং সেই সাথে তাদের কোম্পানীর প্রকিউরমেন্ট সুবিধা এবং সাপ্লায়ার নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

ডাব্লিউওবি এনহেন্সড ভেরিফিকেশনের জন্যে আবেদন করার ন্যূনতম যোগ্যতাঃ

১। ব্যবসা প্রতিষ্ঠানটি অবশ্যই নারী মালিকানাধীন এবং বৈধভাবে ক্রিয়াশীল হতে হবে।

২। ব্যবসা প্রতিষ্ঠানটি অন্তত ৫ বছর চলমান হতে হবে।

৩। ব্যবসা প্রতিষ্ঠানের অবশ্যই আবাস হতে পৃথক কারখানা অথবা কর্পোরেট অফিস থাকতে হবে।

৪। বার্ষিক আয় অবশ্যই ন্যূনতম ৮,৫০,৫০০ টাকা হতে হবে।

এনহেন্সড ভেরিফিকেশনের জন্য আবেদনের নির্দেশনা

১। লিংকে গিয়ে একাউন্ট খুলুন।

২। একাউন্ট খোলার পর আপনাকে বিজনেস প্রোফাইলের তথ্য দিতে বলা হবে। এরপর পেজ এর নিচে ‘সাবমিট’ সিলেক্ট করতে হবে।

৩। ‘সাবমিট’ এ ক্লিক করার পর নিচের দলিলাদি BangladeshWEConnect@weconnectinternational.org এ মেইল করে আপনার আবেদন সম্পন্ন করুন।

– Updated Trade License (if sole proprietorship) OR Certificate of Incorporation (if Limited Company)
– Tax Identification Number: E-TIN If Limited company and Personal TIN for sole-proprietorship)
– VAT registration and VAT (BIN Number)
– List of existing and current certifications (optional)
*দ্রষ্টব্যঃ: উইকানেক্ট ইন্টারন্যাশনাল উপরোক্ত দলিলসমূহ সরকারি ডেটাবেজে যাচাই করবে না, ফলে এদের গ্রহণযোগ্যতার স্বীকৃতি প্রদান করবে না। এতদসত্ত্বেও, উপরোক্ত তিনটি দলিল জমা দেয়া ডাব্লিউওবি এনহেন্সড ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্যে বাধ্যতামূলক।

৪। আপনার যদি আরো কিছু জানার থাকে, অনুগ্রহ করে যোগাযোগ করুন BangladeshWEConnect@weconnectinternational.org.

প্রকল্পের প্রেক্ষাপট

ডাব্লিউওবি এনহেন্সড ভেরিফিকেশন কর্মসূচি বিশ্বব্যাংক গ্রুপের কর্পোরেট কানেক্ট প্রজেক্ট এর অন্তর্গত, যার লক্ষ্য বাংলাদেশের নারী মালিকানাধীন ব্যবসায়সমূহ এবং স্থানীয় ও বহুজাতিক করপোরেশনের মধ্যে সরবরাহ সম্পর্ক স্থাপন। এর পাইলট পর্যায়ে প্রকল্পটির সঙ্গে ৩০টিরও বেশি কর্পোরেশন এবং ১৫০ জন নারী উদ্যোক্তা যুক্ত হয়। স্থানীয় কর্পোরেট সহযোগীদের মধ্যে রয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, ডিবিএল গ্রুপ, জেমকন গ্রুপ/মীনা বাজার, নীট এশিয়া লিমিটেড গ্রুপ ইত্যাদি।

কর্পোরেট কানেক্ট প্রকল্পের অধিভুক্ত কোম্পানীসমূহ তাদের ব্যয়িত অর্থ যেন নারী ও তাদের কমিউনিটিতে পৌঁছায় সে লক্ষ্যে স্ব-স্বীকৃত নারী মালিকানাধীন ব্যবসায়সমূহ থেকে তাদের প্রকিউরমেন্ট বৃদ্ধি করতে আগ্রহী।