উইকানেক্ট ইন্টারন্যাশনাল এবং আইএফসির উদ্যোগে জেন্ডার অন্তর্ভুক্তিমূলক সোর্সিং এর লক্ষ্যে জ্যেষ্ঠ্য কর্পোরেট নেতাদের সম্মিলন

ঢাকা, বাংলাদেশ, 9 ফেব্রুয়ারি, 2020 — উইকানেক্ট ইন্টারন্যাশনাল এবং বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এর যৌথ উদ্যোগে ‘বেস্ট প্র্যাক্টিসেস ফর জেন্ডার ইনক্লুসিভ সোর্সিং এন্ড সাপ্লাই চেইন ফাইন্যান্সিং’ শিরোনামে গোলটেবিল বৈঠক আয়োজিত হতে যাচ্ছে। উইকানেক্ট ইন্টারন্যাশনালের আইএফসি এর সাথে নভেম্বর ২০১৮ থেকে যৌথ পথচলা শুরু করার পর থেকে এটি তাদের তৃতীয় যৌথ আয়োজন। বৈঠকটি অর্থায়ন করছে উইমেন এন্ট্রাপ্রেনিউয়ারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ, উই-ফাই।

উইকানেক্ট ইন্টারন্যাশনালের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও এলিজাবেথ এ ভ্যাজকেজ বলেন, “বাজারে প্রবেশ বাড়াতে বাংলাদেশের নারী মালিকানাধীন ব্যবসায়ের জন্য সুযোগ বৃদ্ধি করা স্মার্ট ইকোনমিকস এর অংশ। এবং কর্পোরেশনগুলোকে তাদের সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে উৎসাহিত করার মাধ্যমে আমরা এটা অর্জন করতে পারি”।

গোলটেবিল বৈঠকে জেন্ডার অন্তর্ভুক্তিমূলক সোর্সিং এ জেন্ডার বৈষম্য কমাতে এবং নারী উদ্যোক্তাদের বাজারে সুযোগ বৃদ্ধি করতে আঞ্চলিক ও বৈশ্বিক প্রচেষ্টা সম্বন্ধে প্রাণবন্ত আলোচনার লক্ষ্যে সাপ্লাইয়ার ডাইভারসিটি ও অন্তর্ভুক্তিকরণে আগ্রহী নেতারা একত্রিত হন। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেয়ার মাধ্যমে জেন্ডার অন্তর্ভুক্তিমূলক সোর্সিং এর উদ্দেশ্যে বিজনেস কেস সম্পর্কে জানতে পারেন এবং শিল্প সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে করণীয় সম্পর্কে আলোচনা করেন।

গোলটেবিল বৈঠকের পর, বিশ্বব্যাংক গ্রুপ ও বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে উইকানেক্ট ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে এবং উই-ফাই এর সহযোগিতায় একটি সম্মেলন ও বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এই আয়োজনে বাংলাদেশে সাপ্লায়ার বৈচিত্র্য বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নারী উদ্যোক্তা, কর্পোরেট প্রতিনিধি এবং সহযোগীরা একত্রিত হন।

গোলটেবিল বৈঠক অথবা সম্মেলন সম্পর্কে আরো জানতে উইকানেক্ট ইন্টারন্যাশনাল এর সাথে যোগাযোগ করুন।

উইকানেক্ট ইন্টারন্যাশনাল সম্পর্কে
উইকানেক্ট ইন্টারন্যাশনাল নারী মালিকানাধীন ব্যবসায়সমূহকে বৈশ্বিক ভ্যালু চেইনে সাফল্য অর্জনে সহায়তা করে। এটি যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত নারীদের ব্যবসায়িক উদ্যোগ চিহ্নিতকরণ ও তাদের শিক্ষাদান, নিবন্ধন ও স্বীকৃতিপ্রদান করে, যার অন্তত ৫১ শতাংশ এক বা একাধিক নারী মালিকানাধীন, পরিচালিত ও নিয়ন্ত্রিত। পাশাপাশি এটি তাদেরকে মানসম্মত সদস্য বায়ারদের সাথে সংযুক্ত করে। সদস্য বায়াররা ১ ট্রিলিয়ন ইউএস ডলারেরও বেশি বার্ষিক ক্রয়ক্ষমতা বহন করে।

আইএফসি
আইএফসি বিশ্বব্যাংক এর একটি ভ্রাতৃপ্রতিম সংস্থা এবং বিশ্বব্যাংক গ্রুপের একটি সদস্য। এটি উদীয়মান বাজারসমূহের বেসরকারি খাতে আগ্রহী বৃহত্তম বৈশ্বিক উন্নয়ন প্রতিষ্ঠান। আইএফসি তাদের মূলধন, বিশেষজ্ঞ জ্ঞান এবং প্রভাব নিয়ে বিশ্বব্যাপী ২০০০ এরও বেশি ব্যবসায়ের সঙ্গে কাজ করে, যার লক্ষ্য বিশ্বের দুরূহতম অঞ্চলগুলোতে বাজার এবং সুযোগ সৃষ্টি করা। ২০১৮ অর্থবছরে তারা বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং অতিদারিদ্র্য দূরীকরণ ও শেয়ার্ড প্রসপারিটি অর্জনের লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলোতে ২৩বিলিয়ন ইউএস ডলারেরও বেশি অর্থায়ন প্রদান করতে সক্ষম হয়েছে। আরো তথ্যের জন্য দেখুন www.ifc.org.

উই-ফাই
উইমেন এন্ট্রাপ্রেনিউরস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (উই-ফাই) ১৪টি সরকার ও ৮টি বহুমুখী উন্নয়ন ব্যাংকের একটি সহযোগীতামূলক অংশীদারী উদ্যোগ। বিশ্বব্যাংক গ্রুপের অংশ হিসেবে উই-ফাই নারী উদ্যোক্তাদের সমস্ত বাধা দূরীকরণ- অর্থায়ন, বাজার, প্রযুক্তি ও পরামর্শের সুযোগ বৃদ্ধির উদ্দ্যেশ্যে বিলিয়নেরও বেশি ডলার অবমুক্তকরণে এবং একই সাথে এটি নীতিমালা, আইনি ও নিয়ন্ত্রণ কাঠামোকে শক্তিশালী করতেও কাজ করে যাচ্ছে। উই-ফাই এর অন্যতম বাস্তবায়ন সহযোগী হিসেবে আইএফসি বায়ার মালিকানাধীন অথবা বায়ার পরিচালিত প্রতিষ্ঠানসমূহের আর্থিক সুবিধা বিস্তৃতকরণ ও বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধিতে বেসরকারি খাতে বায়ারদের বিনিয়োগ ও পরামর্শ সুবিধা প্রদান করে। সেই সাথে এটি উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন ব্যবসায় পরিচালনায় নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আরো তথ্যের জন্যে দেখুন www.we-fi.org.