সাপ্লাই চেইনে বৈচিত্র্য আনতে ঢাকায় কর্পোরেশনগুলোকে সক্রিয় করার জন্য উপদেষ্টা কমিটির নির্দেশ

Source:

বিশ্বব্যাংক গ্রুপ এবং উইকানেক্ট ইন্টারন্যাশনাল ‘করপোরেট কানেক্ট’ প্রকল্পের প্রযুক্তিগত পরামর্শের জন্য একটি উপদেষ্টা কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিপথ এবং সামাজিক উন্নয়নে এর কার্যকরী ভূমিকা দেখে ভবিষ্যত অগ্রগতিতে অবদান রাখতে আশাবাদ ব্যক্ত করেন।

সাপ্লায়ার বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিকরণে প্রাথমিক প্রস্তাবকদের এ কমিটি একত্রিত করতে চায়। এর ফলে কিভাবে নারী মালিকানাধীন ব্যবসা ও বায়ার মধ্যে ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি করা যায় সে বিষয়ে ধারণাগুলো সুস্পষ্ট হবে। এছাড়াও সাপ্লায়ার বৈচিত্র্য কার্যক্রমে নতুন কর্পোরেশন নিয়োগ করা এবং তাদের কাঠামো ও উদ্দেশ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ এসডিআই লক্ষ্যগুলো নির্বাচন করাও এর উদ্দেশ্য। কমিটি প্রাথমিক পর্যায়ের এসডিআই লক্ষ্যগুলোর অগ্রগতি রিপোর্ট করার জন্য নিয়মিত বৈঠক করবে।

উদ্বোধনী বৈঠকে কোন প্রতিষ্ঠানের অগ্রগতির ক্ষেত্রে সাপ্লায়ার বৈচিত্র্য বাড়ানো কিরকম সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে সেসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরামর্শের মধ্যে ছিল নারী বাবসামালিকদের মেন্টরশিপ এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বৃদ্ধি এবং কর্পোরেশন ও নারী ব্যবসা মালিকদের সংযোগের সুবিধার্থে আরও গতিশীল একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা। কমিটির সদস্যরা আরো সক্রিয়ভাবে ক্রয় বিভাগগুলোর সাথে যোগাযোগ স্থাপন করতে উদ্যোক্তাদের উৎসাহিত করেন।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের আউটসোর্সিং বিভাগের প্রধান মোঃ নাজমুল ইসলাম বলেন, ‘আমরা কিছু নারী উদ্যোক্তাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছি এবং আমাদের নারী উদ্যোক্তাদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ প্রয়োজন।

নারী মালিকানাধীন ব্যবসায় বিনিয়োগ করতে বাংলাদেশ ভিত্তিক কর্পোরেশনগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা ব্যবসায়িক ক্ষেত্রে এর পুর্ববর্তী নজির বিবেচনার সিদ্ধান্ত নেন।

এতে দেখা যায় কর্পোরেট কানেক্ট সাফল্যের সাথে ৩৭৩টি বায়ার ও সাপ্লায়ার সংযোগ স্থাপন করেছে। এই নতুন উদ্যোগটি বর্তমানে উইমেন এন্টারপ্রেনারস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (We-Fi) এর একটি নতুন প্রকল্পের অধীনে সম্প্রসারিত হচ্ছে যার লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি আকারের নারী উদ্যোক্তাদের জন্য ইকোসিস্টেম উন্নত করা।

প্রকল্পের পরবর্তী ধাপগুলোর মধ্যে আছে বাংলাদেশে নারী মালিকানাধীন ব্যবসার জন্য ব্যবসায়িক পিচ প্রশিক্ষণ এবং ২০১৯ সালের ডিসেম্বরে বাণিজ্য মন্ত্রনালয়ের সাথে যৌথভাবে অনুষ্ঠিত সরবরাহকারী বৈচিত্র্য সম্মেলন।

If your organization sources goods or services from Bangladesh and is interested in joining these companies on the journey to supplier diversity, please email Nicolas Picard at npicard@weconnectinternational.org.