Corporate Connect is part of the “Strengthening Market Access for Women Business Owners” initiative managed by the World Bank under a project funded by the Women Entrepreneurs Finance Initiative (We-Fi). The initiative aims to enhance the ecosystem for Supplier Diversity and Inclusion (SD&I) and to create a sustainable environment for supporting gender-inclusive sourcing in Bangladesh. Innovision Consulting is the key implementing partner of the Project.

প্রকল্পটি নারী মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (নারী এসএমই) সমূহের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং ব্যবসায়ী প্রজন্মের জন্যে স্থানীয় ও আন্তর্জাতিক কর্পোরেশনসমূহের সঙ্গে তাদের যুক্ত করার মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে জোর দেয়।

This will be accomplished by working with key implementing partners who have a track record of success. Specifically, Innovision Consulting will engage the business community and raise stakeholder awareness around the business benefits of supplier diversity; Innovision Consulting and North South University will jointly work to identify and build the capacity of WSMEs poised for growth and ready to compete for new business; and in partnership with the Bangladesh Small and Medium Enterprise Foundation (SME Foundation), the project will connect WSMEs with domestic and international buyers through an interactive online national supplier database.

কর্পোরেট কানেক্ট সাপ্লায়ার হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ৭০০ জনেরও বেশি নারীকে প্রশিক্ষণ দেয়া, অন্তত ৪০টি বৃহৎ কোম্পানীর সাথে তাদের সাপ্লায়ার বৈচিত্র্য আরো সমৃদ্ধ করার উদ্দেশ্যে কাজ করা এবং অন্তত ৯০০ নারী উদ্যোক্তাকে ন্যাশনাল সাপ্লায়ার ডাটাবেজে নিবন্ধন করার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে।

নারী এসএমইদের জন্যে সুবিধাসমূহ

  • সাপ্লায়ার বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিকরণ (এসডি এন্ড আই) আন্দোলনে সমর্থন যোগাতে কর্পোরেশনসমূহকে যুক্ত করা এবং তাদেরকে পরিবর্তনের অগ্রদূত হতে সহযোগিতা করা।
  • প্রশিক্ষণ ও সম্পদ উন্নয়নের মধ্য দিয়ে নারী এসএমইগুলোকে আরো নির্ভরযোগ্য ও মূল্যবান সাপ্লায়ার হিসেবে গড়ে তোলা।
  • নারী এসএমইগুলোকে সহযোগিতা করা ও তাদেরকে কর্পোরেট বায়ারদের সাথে যুক্ত করা।

প্রকল্পের বিবরণ

২০১৭ সালে বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে এবং কর্পোরেট কানেক্ট এর বাস্তবায়নে একটি জরিপ পরিচালনা করে যাতে নারী মালিকানাধীন ব্যবসায় সম্পর্কে বাজার কী ভাবে তা জানতে চাওয়া হয়। উত্তরদাতাদের মধ্যে ছিলেন ৩৭জন কর্পোরেট প্রতিনিধি ও ৬০জন নারী উদ্যোক্তা। জরিপের ফলাফলকে নারী উদ্যোক্তা, কর্পোরেট প্রতিনিধি এবং, সরকারি, বেসরকারি ও আর্থিক খাতের স্টেকহোল্ডারদের সঙ্গে সাক্ষাৎকার এবং ফোকাসড গ্রুপ ডিসকাশনের মধ্য দিয়ে আরো মানসম্মত করা হয়েছে।

জরিপের বিস্ময়কর ফলাফল:

  • ৫৫% কর্পোরেট প্রতিনিধিই বিশ্বাস করে না যে ক্ষুদ্র এবং অর্থায়নের সুযোগবঞ্চিত নারী এসএমইসমূহ স্থানীয় কর্পোরেশনসমূহের সংগ্রহ করার মত উপযুক্ত পণ্য ও সেবা অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করতে সক্ষম।
  • ৪৮% নারী উদ্যোক্তা কর্পোরেট ক্রেতাদের সাথে সংযোগ স্থাপনে সমস্যার কথা জানিয়েছেন।
  • পুঁজির সহজলভ্যতা একটি প্রধান সমস্যা (বাংলাদেশে ৩৬% নারীর ব্যাংক হিসাব রয়েছে, যেখানে পুরুষদের মধ্যে এ সংখ্যা ৬৫%)
  • প্রায় ২০% কর্পোরেট উত্তরদাতাই জানেন না তাদের কর্পোরেশন নারী উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য/সেবা সংগ্রহ করে কিনা।
  • বাংলাদেশে শিল্পোদ্যোগ সম্মানজনক পেশা নয়- নারী এসএমইসমূহের মধ্যে এমন একটি ধারণা প্রচলিত আছে।

ফেব্রুয়ারি ২০২০এ সাপ্লায়ার বৈচিত্র্যের উপর একটি দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয় যাতে কর্পোরেট প্রতিনিধি, নারী উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা এবং সহযোগী সংগঠনসমূহ বিজনেস-টু-বিজনেস লেনদেন থেকে নারী এসএমইসমূহের আরো লাভবান হওয়ার উপায়সমূহ আলোচনা করেন। আলোচনার অংশ হিসেবে এডভাইজরি কমিটি থেকে সিনিয়র কর্পোরেট প্রতিনিধি এবং অন্যান্য সোর্সিং পেশাজীবি, এবং দেশের বিভিন্ন স্থান থেকে নির্বাহীরা জেন্ডার অন্তর্ভুক্তিমূলক সোর্সিং এবং সাপ্লাই চেইন অর্থায়ন এর উপায়সমূহ আলোচনা করার লক্ষ্যে মিলিত হন। পরবর্তী তিন বছর জুড়ে প্রকল্পটি জেন্ডার অন্তর্ভুক্তিমূলক সোর্সিং এগিয়ে নিতে আরো অতিরিক্ত ৭০০ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান এবং আরো কর্পোরেশনকে যুক্ত করতে বিস্তৃত হয়। এই উদ্যোগকে আরো সহায়তা করার জন্যে এসএমই ফাউন্ডেশন এবং ইনোভিশন কনসাল্টিং তৈরি করছে একটি সাপ্লায়ার ও একটি বায়ার ডেটাবেজ, যা নারী উদ্যোক্তা এবং প্রকিউরমেন্ট কর্মকর্তাদের মধ্যে সেতুবন্ধন করবে। বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, অন্যান্য সরকারি সংস্থা, কর্পোরেট কানেক্ট এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে বিশ্বব্যাংক গ্রুপ টেকসই দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন কৌশলের অংশ হিসেবে নারী এসএমইগুলোকে কর্পোরেট ভ্যালু চেইনের সাথে যুক্ত করতে কাজ করে যাবে। প্রশিক্ষণ এবং বিজনেস ডেভেলপমেন্ট ইভেন্টগুলো অনুকরণীয় দৃষ্টান্তগুলোকে ভার্চুয়াল শিক্ষণ ও নেটওয়ার্কিং এর মধ্যে অন্তর্ভুক্ত করার মাধ্যমে চলমান কোভিড-১৯ সংকটকে তাদের কার্যক্রমের সাথে সমন্বয় করেছে।

প্রকল্প সময়রেখা

জানুয়ারি- ডিসেম্বর ২০১৮
প্রাথমিক বাজার অনুসন্ধান এবং কর্পোরেশন ও নারী মালিকানাধীন ব্যবসায়ের মধ্যে সচেতনতা সৃষ্টি।
জানুয়ারি ২০১৯
১০০ এর বেশি নারী মালিকানাধীন ব্যবসায়ের জন্যে অনলাইন প্রশিক্ষণ চালু।
ফেব্রুয়ারি ২০১৯
In-person training on business growth and procurement processes delivered to 50 + women-owned businesses.
মার্চ ২০১৯
নারী মালিকানাধীন উদ্যোগসমূহকে কর্পোরেশনসমূহের সাথে যুক্ত করতে ফোরাম চালু।
সেপ্টেম্বর ২০১৯
কর্পোরেট ভিত্তিক সাপ্লায়ার বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিকরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দ্যেশে ৫টি স্থানীয় ও ২টি বহুজাতিক কর্পোরেশনকে নিয়ে সাপ্লায়ার ডাইভার্সিটি এডভাইজরি কমিটি গঠন।
নভেম্বর-ডিসেম্বর ২০১৯
প্রবৃদ্ধিমুখী নারী মালিকানাধীন উদ্যোগসমূহকে ব্যবসায় উপস্থাপন সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ প্রদান।
ফেব্রুয়ারি ২০২০
Corporate Connect 2020 Conference & Business Fair.

জানুয়ারি- ডিসেম্বর ২০১৮

প্রাথমিক বাজার অনুসন্ধান এবং কর্পোরেশন ও নারী মালিকানাধীন ব্যবসায়ের মধ্যে সচেতনতা সৃষ্টি।

জানুয়ারি ২০১৯

১০০ এর বেশি নারী মালিকানাধীন ব্যবসায়ের জন্যে অনলাইন প্রশিক্ষণ চালু।

ফেব্রুয়ারি ২০১৯

৫০টির অধিক নারী মালিকানাধীন উদ্যোগের জন্যে ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং প্রকিউরমেন্ট প্রক্রিয়ার উপরে সামনাসামনি প্রশিক্ষণ।

মার্চ ২০১৯

নারী মালিকানাধীন উদ্যোগসমূহকে কর্পোরেশনসমূহের সাথে যুক্ত করতে ফোরাম চালু।

সেপ্টেম্বর ২০১৯

কর্পোরেট ভিত্তিক সাপ্লায়ার বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিকরণ লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দ্যেশে ৫টি স্থানীয় ও ২টি বহুজাতিক কর্পোরেশনকে নিয়ে সাপ্লায়ার ডাইভার্সিটি এডভাইজরি কমিটি গঠন।

নভেম্বর-ডিসেম্বর ২০১৯

প্রবৃদ্ধিমুখী নারী মালিকানাধীন উদ্যোগসমূহকে ব্যবসায় উপস্থাপন সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ প্রদান।

ফেব্রুয়ারি ২০২০

কর্পোরেট কানেক্ট ২০২০ সম্মেলন ও বাণিজ্য মেলা

প্রকল্প সহযোগী

বিশ্বব্যাংক সম্পর্কে

বিশ্বব্যাংক পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত একটি অভিনব বৈশ্বিক পার্টনারশিপ যারা দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নশীল দেশসমূহে সম্মিলিত উন্নয়ন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাংক গ্রুপ ১৮৯টি সদস্য দেশ নিয়ে কাজ করে এবং বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থায়ন এবং জ্ঞানের এটি একটি বড় উৎস। আরো তথ্যের ভিজিট করুন, www.worldbank.org

উই-ফাই সম্পর্কে

উইমেন এন্ট্রাপ্রেনিউরস ফাইন্যান্স ইনিশিয়েটিভ (উই-ফাই) ১৪টি সরকার (অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ডেনমার্ক, জার্মানি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, রাশিয়ান ফেডারেশন, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র), ৬টি বহুমুখী উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য সরকারি ও বেসরকারি স্টেকহোল্ডারের একটি সহযোগিতামূলক অংশীদারী উদ্যোগ। বিশ্বব্যাংক গ্রুপের অংশ হিসেবে উই-ফাই নারী উদ্যোক্তাদের সমস্ত বাধা দূরীকরণ- অর্থায়ন, বাজার, প্রযুক্তি ও পরামর্শের সুযোগ বৃদ্ধির উদ্দ্যেশ্যে বিলিয়নেরও বেশি ডলার অবমুক্তকরণে এবং একই সাথে এটি নীতিমালা, আইনী ও নিয়ন্ত্রণ কাঠামোকে শক্তিশালী করতেও কাজ করে যাচ্ছে। আরো তথ্যের ভিজিট করুন, www.we-fi.org

About Innovision Consulting

Innovision is an international development consultancy working to make economies, societies and communities more inclusive and sustainable. Innovision prioritizes providing data, analytics and evidence for inclusive interventions; leading market systems and value chain interventions globally; and, facilitating skills to lead the work for inclusive growth. For more information, visit www.innovision-bd.com

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে

১৯৯২ সালে প্রতিষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয় যা কিউএস র‍্যাংকিং এবং কর্মসংস্থান ভাবমূর্তিতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে। ২০২০ কিউএস এশিয়া র‍্যাংকিং এ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ২০২০ সালে এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে স্বীকৃত। www.northsouth.edu

এসএমই ফাউন্ডেশন সম্পর্কে

স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন সর্বব্যাপী এসএমই ফাউন্ডেশন হিসেবে পরিচিত। এসএমই ফাউন্ডেশনের প্রধান কর্মকাণ্ডের মধ্যে রয়েছে বাংলাদেশ সরকারের গৃহীত এসএমই নীতিমালা ও কৌশল বাস্তবায়ন, এসএমইর উন্নয়নের লক্ষ্যে পলিসি এডভোকেসি এবং ইন্টারভেনশন, এসএমইসমূহের জন্যে আর্থিক সহায়তা লাভে সাহায্য করা, দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদান, উপযুক্ত প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে সহায়তা করা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করা, ব্যবসায়ে সহযোগিতা সেবা প্রদান করা ইত্যাদি। এখানে উল্লেখযোগ্য যে ফাউন্ডেশন শিল্প নীতি ২০১৬ অনুসারে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত উদ্যোগ এবং উদ্যোক্তার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসএমই ও উদ্যোক্তাদের উন্নয়নে সাধারণ সহযোগীতা প্রদান ছাড়াও ফাউন্ডেশন বিদ্যমান ও সম্ভাব্য নারী উদ্যোক্তাদের বৈচিত্র্যপূর্ণ সহায়তা প্রদান করে থাকে যাতে তারা মূলধারার ব্যবসায় পরিমণ্ডলে স্থান করে নিতে পারে। smef.portal.gov.bd

About BreakBite

BreakBite is an impetus for growth and change in the digital age, not just a company providing help to businesses. Their goal is to enable small and medium-sized businesses (SMEs) and startups by offering a full range of services that are specifically designed to help them deal with the challenges posed by the digital environment.BreakBite Ventures, which was established with the goal of promoting a flourishing digital ecosystem, has developed into a symbol of success and innovation.They take a comprehensive approach, develop custom tactics, and produce observable outcomes. https://breakbite.com